মানুষ
বড় কাঁদছে
,তুমি
মানুষ হয়ে
পাশে দাঁড়াও
মানুষই
ফাঁদ পাতছে
,তুমি
পাখির মত
পাশে দাঁড়াও
মানুষ
বড় একলা
,তুমি
তাহার পাশে
এসে দাঁড়াও
।
তোমাকে
সেই সকাল
থেকে তোমার
মত মনে
পড়ছে
সন্ধে
হলে মনে
পড়ছে ,রাতের
বেলা মনে
পড়ছে
মানুষ
বড় একলা
,তুমি
তাহার পাশে
এসে দাঁড়াও
।
এসে
দাঁড়াও,
ভেসে দাঁড়াও
এবং ভালোবেসে
দাঁড়াও
মানুষ
বড় কাঁদছে
,তুমি
মানুষ হয়ে
পাশে দাঁড়াও
মানুষ
বড় একলা
,তুমি
তাহার পাশে
এসে দাঁড়াও
!
No comments:
Post a Comment