আকাঙ্খা – আবুল হাসান
তুমি কি আমার
আকাশ হবে?
মেঘ হয়ে যাকে
সাজাবআমার মনের মত
করে ।
তুমি কি আমার
নদী হবে?
যার নিবিড় আলিঙ্গনে
ধন্য হয়েতরী বেশে ভেসে
যাব কোন
অজানা গন্তব্যের
পথে ।
তুমি কি আমার
জোছনা হবে?
যার মায়াজালে বিভোর
হয়েনিজেকে সঁপে দেব
সকল বাস্তবতা
ভুলে ।
তুমি কি আমার
কবর হবে?
যেখানে শান্তির শীতল
বাতাসে
বয়ে যাবে আমার
চিরনিদ্রার অফুরন্ত প্রহর ।।
No comments:
Post a Comment